Homeদেশের গণমাধ্যমেইরানে ইসরায়েলি হামলা, বাতিল সব ফ্লাইট

ইরানে ইসরায়েলি হামলা, বাতিল সব ফ্লাইট


ইরানে ইসরায়েলি হামলার মুখে সব ধরণের ফ্লাইট বাতিল করলো তেহরান। অনির্দিষ্টকালের জন্য এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) এই ঘোষণা এসেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার একজন মুখপাত্র বলেছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।’

চলতি মাসের শুরুতে ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। ওই হামলায় ইসরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। হামলায় পশ্চিম তীরে একজন নিহত হন।

এই হামলার জবাবে শনিবার ভোরে দেশটির সামরিক স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইরানি সংবাদমাধ্যমগুলো রাজধানী দামেস্ক ও নিকটবর্তী সামরিক ঘাঁটিতে কয়েক ঘণ্টা ধরে একাধিক বিস্ফোরণের খবর জানিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে ইরানের সরকারের কয়েক মাস ধরে করা ক্রমাগত আক্রমণের প্রতিক্রিয়ায়, এই মুহূর্তে ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালাচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী’

পরে সামরিক বাহিনী ইরানে সামরিক লক্ষ্যবস্তুগুলোর ওপর আক্রমণ করার কথা জানায়। তারা বলে, তেহরান ও এর প্রক্সিদের আক্রমণ, যার মধ্যে ইরানি ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে, সেগুলোর জবাব দেওয়ার অধিকার ও কর্তব্য ইসরায়েলের রয়েছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত