ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তবে আজ শনিবার ভোরে চালানো এই হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে ওই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।
ওই কর্মকর্তা বিবিসিকে এটাও বলেন, সম্পৃক্ততা না থাকলেও হামলার আগে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে জানানো হয়েছে।