Homeদেশের গণমাধ্যমেইফতারের সময় স্বর্ণকার পট্টিতে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা

ইফতারের সময় স্বর্ণকার পট্টিতে ডাকাতির চেষ্টা, রুখে দিল জনতা


ঝালকাঠি শহরে ইফতারের সময় ককটেল জাতীয় কিছুর বিস্ফোরণ ঘটিয়ে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। এ সময় জনতার ধাওয়ায় ডাকাত দল পালিয়ে যায়। রোববার (৯ মার্চ) শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় স্বর্ণকার পট্টিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপে এসে ‘বোমা ফাটিয়ে’ ডাকাতির চেষ্টা করে। এ সময় স্থানীয় দোকান মালিকরা চিৎকার দিলে জনতার প্রতিরোধে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়। ডাকাত দল পিকআপ থেকে বিস্ফোরক দ্রব্য নিক্ষেপ করতে করতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে পালিয়ে যায়।

ডাক্তারপট্টি সড়কটি শহরে স্বর্ণকার পট্টি হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে, সোনার দোকান ডাকাতি করাই ডাকাত দলের উদ্দেশ্য ছিল। ঘটনার পরপরই ডাক্তারপট্টির সকল সোনার দোকানসহ অন্যান্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এর পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নেয়।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, ইফতারের পরপর কিছু দুর্বৃত্ত ককটেল জাতীয় কিছু ফাটিয়ে ডাকাতির চেষ্টা চালায়। পরে তারা পালিয়ে যায়। এদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত