৩ ডিসেম্বর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে সম্পন্ন হয় উঠান বৈঠক। সেখানে অংশ নেন ফান্ডাইল গ্রামের বাসিন্দা শিক্ষার্থী পপি (১৭)। অভিজ্ঞতা সম্পর্কে পপি বলেন, ‘অনুষ্ঠানে এসে অনেক কিছু শিখতে পারছি। বিশেষ করে নারীর রক্তশূন্যতাজনিত সমস্যা সম্পর্কে ধারণা পেয়েছি, যা আমার আগে জানা ছিল না।’
হবিগঞ্জের উঠান বৈঠকের কার্যক্রমে যুক্ত ছিলেন হবিগঞ্জ বন্ধুসভার পাঁচ সদস্যের একটি দল। তাঁরা হলেন জেরিন গাজী, মশিউর রহমান, তানিম আনছার, শরমী দাস ও দলনেতা জয় দাস।
দলনেতা জয় দাস বলেন, ‘আমাদের কাছে এ আয়োজন ছিল নতুন ধরনের অভিজ্ঞতা। প্রথম দিকে কাজ কীভাবে করব, এ নিয়ে ভাবনা থাকলেও পরে তা গুছিয়ে নিয়েছি সবাই মিলে। পরবর্তী সময়ে গ্রামীণ নারীদের সঙ্গে কাজ করার সময়টা দারুণভাবে আমরা উপভোগ করি।’
দলের নারী সদস্য জেরিন গাজী অধিকাংশ উঠান বৈঠকে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘একসঙ্গে এত মানুষের সামনে কথা বলার অভিজ্ঞতা আমার প্রথম। গ্রামীণ নারীদের সঙ্গে কয়েকটা দিন মিশে বা কাজ করে বেশ উপভোগ করেছি।’