নানা আলোচনা-সমালোচনার পর মাদারীপুরের কালকিনিতে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা দুদিনের জন্য বসার অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মেলার বিপক্ষের ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় শেষে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামীকাল রোববার (২৭ অক্টোবর) হিন্দু ধর্মাবলম্বী এবং মেলার পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে স্থানীয় কয়েক ব্যক্তির আপত্তির মুখে মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেন কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ কালবেলাকে বলেন, জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ে ঐতিহ্যবাহী মেলাটি দুদিনের জন্য হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে পৌরসভা থেকে যাকে ইজারা দেওয়া হয়েছে, সেটি বাতিলই থাকছে। যারা কালীপূজার আয়োজন করেছে, তারাই মেলা পরিচালনা করবে। রোববার জেলা প্রশাসন থেকে সার্বিক সব বিষয় লিখিত জানানো হবে।
স্থানীয়রা জানান, আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও কালীপূজা। এ উৎসব ঘিরে কালকিনি উপজেলার ভূরঘাটা এলাকায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ি মেলা হয়। প্রায় ২৫০ বছর ধরে ঐতিহ্যবাহী এ মেলা অনুষ্ঠিত হলেও এবার স্থানীয় ১২ ব্যক্তি ৯টি কারণ উপস্থাপন করে মেলা বন্ধের দাবি জানান। পরে কালকিনি পৌরসভা ও উপজেলা প্রশাসন সভা করে গত বৃহস্পতিবার মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।