বিশ্ব ইজতেমা ময়দান ও আশপাশের দুই কিলোমিটারের মধ্যে অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্যকোনো ইলেকট্রনিক ডিভাইস উড়ানোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।
রোববার (২ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা চলছে। বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিদের সমাগম হয়। নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ময়দানসহ আশপাশের দুই কিলোমিটারের মধ্যে পুলিশের বিশেষ শাখার অনুমতি ছাড়া ড্রোন ক্যামেরাসহ অন্য কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ ২-১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি সংস্থা কর্তৃক বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন ব্যবহারের সংখ্যা ও ড্রোন উড্ডয়নের সময় সম্পর্কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সিটিএসবিকে আগে অবগত করার জন্য অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, রোববার সকালে ইজতেমার আখেরি মোনাজাত চলাকালে ড্রোন ভূপাতিতের ঘটনা ঘটে। এ সময় বিকট শব্দ হলে বোমা আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে শতাধিক মুসল্লি আহত হন। আহতদের মধ্যে ৪০ জনকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।