ময়মনসিংহের গৌরীপুরে দলীয় কোন্দলের জের ধরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম ইকবাল হোসাইনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে সোমবার দুপুরে। রাজনৈতিক প্রতিপক্ষ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমানের (হিরণ) লোকজন এই হামলা চলায় বলে অভিযোগ ওঠে। তবে আজ মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তায়েবুর রহমান।
গৌরীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তায়েবুর রহমান বলেন, ‘বিএনপি এবং ব্যক্তিগতভাবে আমি যেকোনো হামলা-সংঘর্ষের বিরোধী। আমি কখনো চাইনি রাজনৈতিক বা সামাজিকভাবে কাউকে হেয়প্রতিপন্ন করে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক। ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই আমি সম্পৃক্ত নই।’ তিনি আরও বলেন বলেন, ‘সোমবার এম ইকবাল হোসাইনের নিজ ইউনিয়ন সিধলার টেংগুরিপাড়া গ্রামে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আমার নাম জড়িয়ে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশন করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করে আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে।’