বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পিএইচডি স্কলারশিপ দেবে। এ জন্য সকল পাবলিক, প্রাইভেট বিশ্ববিদ্যালয় (শুধু স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে, এমন বিশ্ববিদ্যালয়), সরকারি কলেজ, এমপিও এবং মেধাবী শিক্ষার্থীদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে ইউজিসি। ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক বছরে সর্বাধিক ৭৫ জনকে এ ফেলোশিপ প্রদানের সুযোগ আছে।