যুদ্ধবিরতির চুক্তির জন্য শুধু ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ না দেওয়াটা যথেষ্ট নয় বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লামিদির পুতিন। ২৬ ডিসেম্বর বছর শেষ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে তিনি বিস্তারিত জানেন না। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ পাওয়া ১০ থেকে ১৫ বছর পেছানোর কথা বলেছিলেন।
সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে সেদিন পাল্টা প্রশ্ন করে পুতিন বলেছিলেন, ‘আজ, কাল বা ১০ বছর—এটা আমাদের জন্য কিই–বা পরিবর্তন আনবে?’ এরপর গত রোববার রুশ বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও পুতিনের মতো ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছেন।
তাসকে লাভরভ বলেন, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের প্রতিনিধিদল যুদ্ধবিরতির বিনিময়ে ন্যাটোয় ইউক্রেনের সদস্যপদ ২০ বছর পেছানোর কথা বলেছে। এ ছাড়া ইউক্রেনে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সামরিক বাহিনীর সদস্যদের শান্তি রক্ষার জন্য মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। তবে এসব প্রস্তাবে সন্তুষ্ট নয় রাশিয়া।
ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত পাননি বলেও জানিয়েছেন লাভরভ। তাঁর ভাষ্যমতে, আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউসে ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। তার আগপর্যন্ত মস্কোর সঙ্গে যেকোনো ধরনের আনুষ্ঠানিক কার্যকলাপের বৈধতা রয়েছে শুধু বাইডেনের বিদায়ী প্রশাসনের।