অন্যদিকে চেক প্রজাতন্ত্র বলেছে, তারা স্লোভাকিয়াকে গ্যাস সরবরাহের সুযোগ (ট্রানজিট) দিতে এবং গ্যাস মজুত রাখার সক্ষমতা বাড়াতে সহযোগিতা করবে।
ইউক্রেনের ভেতর দিয়ে পাইপলাইনে মলদোভার বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঞ্চল ট্রান্সনিস্ট্রিয়ায় রাশিয়ার গ্যাস যায়। এখানে বছরে প্রায় দুই কোটি কিউবিক মিটার গ্যাস সরবরাহ করে রাশিয়া। সেখানে স্বল্পমূল্যে বিদ্যুৎ উৎপাদন করতে এ গ্যাস ব্যবহার করা হয়। পরবর্তীকালে তা মলদোভার সরকার–নিয়ন্ত্রিত অঞ্চলে বিক্রি করা হয়।
কিন্তু বকেয়া না দেওয়ায় মলদোভায় গতকাল থেকে সরবরাহ স্থগিত করার কথা জানিয়েছে গাজপ্রম।
মলদোভার প্রধানমন্ত্রী ডরিন রিসেন গাজপ্রমের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তবে তিনি বলেন, ‘আমরা অন্যান্য দেশ থেকে গ্যাস আমদানির ব্যবস্থা করেছি।’
পাশাপাশি গতকাল থেকে গ্যাসের ব্যবহার অন্তত এক-তৃতীয়াংশ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছে মলদোভা।
ইউরোপীয় কমিশন জানিয়েছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করায় ইউক্রেনের কোনো ক্ষতি হবে না। কারণ, দেশটি রাশিয়ার গ্যাস ব্যবহার করে না।