Homeদেশের গণমাধ্যমেইউআইইউ পরিদর্শনে বিশ্বব্যাংক

ইউআইইউ পরিদর্শনে বিশ্বব্যাংক


ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উদ্ভাবনী কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের (এসএআর) আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট মি. মার্টিন রাইসার নেতৃত্বে এ পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মিসেস গেইল মার্টিন, প্রোসপারিটি প্র্যাকটিস গ্রুপের আঞ্চলিক পরিচালক ম্যাথিউ এ. ভার্গিস, এসএআর এর অর্থ, প্রতিযোগিতা ও বিনিয়োগ (এফসিআই) গ্যাবি জর্জ আফরাম, প্রোসপারিটির কান্ট্রি লিড ইকোনমিস্ট ও প্রোগ্রাম লিডার সোলেমান কুলিবালি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট মো. ফারুক হোসেন, এফসিআই ও এসএআর এর সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, আর্থিক সেক্টর স্পেশালিস্ট সোফি ডং, এসএআরভিপি অফিসের প্রফেশনাল অ্যাসোসিয়েট মিসেস জর্জ লুইস ম্যাকনালি, বিশ্বব্যাংকের সিনিয়র এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসার মেহরিন এ. মাহবুব প্রমুখ।

সংক্ষিপ্ত সফরে প্রতিনিধিরা বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার অবস্থা, গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ প্রচেষ্টার সম্ভাবনা নিয়ে আলোচনায় যোগ দেন। এছাড়া তরুণ স্টার্ট-আপগুলোর জন্য একটি উদ্ভাবনী দল লঞ্চপ্যাড বাই UIHP@UIU এর নির্বাচিত শিক্ষার্থীদের একটি দল এবং পরামর্শদাতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ এর ইনস্টিটিউট অফ রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের (আইআরআইআইসি) পরিচালক অধ্যাপক খন্দকার আবদুল্লাহ আল-মামুন। প্রতিনিধিদের অভ্যর্থনা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) তাদের ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের (ইউআইএইচপি) অধীনে ইনোভেশন হাব পরিচালনা করে, যা নতুন ধারণা এবং নতুন স্টার্ট-আপ উদ্যোগে শিল্প-শিক্ষা সহযোগিতাকে সহজতর করে। ইউআইইউ ইনোভেশন হাব আইআরআইআইসি নামে পরিচিত একটি ফ্ল্যাগশিপ উদ্যোগ, যেখানে গবেষণা প্রকৌশলীরা নিউরোমার্কেটিং, বাংলা মেডিকেল জিপিটি, এন্ডোমেট্রিওসিস স্ক্রিনিংয়ের জন্য অ্যাপস, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং, আলঝেইমার স্ক্রিনিং ইত্যাদি প্রকল্প নিয়ে কাজ করছেন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত