‘থিয়েটার অব ড্রিমস’ বা স্বপ্নের রঙ্গশালা বলা হয় ওল্ড ট্রাফোর্ডকে। ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ কত ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী। সেই মাঠই নেতিবাচক কারণে আবারও আলোচনায়।
গত মে মাসে ওল্ড ট্রাফোর্ডের ছাদ ফুটো হয়ে বৃষ্টির পানিতে গ্যালারির একাংশ ভেসে যাওয়ার ভিডিও এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির খোরাক জোগায়। সম্প্রতি ওল্ড ট্রাফোর্ডের মিডিয়া কনফারেন্স রুমে কোচ রুবেন আমোরিমের সংবাদ সম্মেলনে সামনের সারিতে বসা সাংবাদিকদেরও ভিজিয়ে দেয় সিলিংয়ের ফুটো বেয়ে পড়া পানি। এ ঘটনাও কম সমালোচনার জন্ম দেয়নি।