রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা খনিতে আটকে পড়া ৯ জনের নাম প্রকাশ করেছেন। তাঁরা হলেন গঙ্গা বাহাদুর শ্রেথ, হুসেন আলি, জাকির হুসেন, সার্পা বর্মন, মুস্তফা শেখ, খুশি মোহন রাই, সঞ্জিত সরকার, লিজান মাগার এবং শরৎ গোয়ারি।
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের সদস্যদের নিয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এতে ডুবুরি, মেডিকেল টিম ও ইঞ্জিনিয়ার রয়েছেন। তাঁরা আটকে পড়া সবাইকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।