বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় মো. রনি খাঁন নামে এক ব্যক্তিকে গুলি করে আহত করার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮৭ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগরের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আনিসুর রহমান সরকার, খিলগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি লায়ন শরীফ আলী খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শেখ মো. আজহার, রামপুরা থানা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ার ফরাজি ইমনসহ ১৮৭ জন।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন মঙ্গলবার (২১ জানুয়ারি) বাদীর জবানবন্দি রেকর্ড করে ৩ দিনের মধ্যে খিলগাঁও থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
বুধবার (২২ জানুয়ারি) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন মো. রনি। এদিন বিকালে আসামিদের ছোড়া গুলি গলার বাম পাশে লাগে। সেখান থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীর থেকে গুলি বের করা হয়। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর তিনি আদালতে মামলার আবেদন করেন। আদালত যাচাই-বাছাই শেষে গতকাল অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।