আসন না পাওয়ায় খুলনা থেকে চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখেছেন খুলনা সরকারি ব্রজলাল (বিএল) কলেজের শিক্ষার্থীরা। রবিবার (০৩ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে ট্রেনটি গন্তব্যে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত বগি থেকে একটি কম নিয়ে রাত সোয়া ৯টার দিকে খুলনা রেলওয়ে স্টেশনে আসে। এ সময় বিএল কলেজের ৩০ শিক্ষার্থী আসন পাননি। এ কারণে স্টেশনে ট্রেনটি আটকে দেন তারা। ইঞ্জিনের সামনে রেললাইনে দাঁড়িয়ে থাকেন। ফলে রাত সোয়া ৯টায় ট্রেনটি ছাড়তে পারেননি চালক। এরপর শিক্ষার্থীদের আসনের ব্যবস্থা করে রাত ১১টায় গন্তব্যে যায়।
খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ রানা বলেন, ‘যান্ত্রিক সমস্যার কারণে সীমান্ত এক্সপ্রেসে একটি বগি কম ছিল। ফলে আসন বিন্যাসে সমস্যা হয়। বিএল কলেজের ৬০ শিক্ষার্থী ওই ট্রেনের যাত্রী ছিলেন। তাদের ৩০ জন আসন পাননি। ফলে তারা ট্রেনটি সময়মতো ছাড়তে বাধা দেন। তাদের যৌক্তিক দাবি মেনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হয়। এরপর বিভিন্ন স্টেশনে অবিক্রি থাকা আসনে ৩০ শিক্ষার্থীকে বসিয়ে সমস্যা সমাধান করে রাত ১১টায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।’