Homeদেশের গণমাধ্যমেআশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সেই শহিদুলকে

আশুলিয়ায় ৪৬ লাশ পোড়ানো : ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে সেই শহিদুলকে


ছাত্র-জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ৪৬ লাশ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাভারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনালে তাকে উঠানো হবে।

গতকাল বুধবার দিবাগত রাতে কক্সবাজার থেকে শহীদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ২৭ অক্টোবর আসামি শহীদুলসহ ১৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এদিকে ১৫ নভেম্বর পুরাতন হাইকোর্ট ভবনে জুলাই-আগস্ট গণহত্যার বিচার শুরু হবে আশা করছেন, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন বিকেলে আশুলিয়ায় লাশের স্তূপে আরও লাশ গুনে গুনে ভ্যানে তোলা এবং পরে পোড়ানোর একাধিক ভিডিও প্রকাশ্যে এলে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত