দুই ঘণ্টা অবরোধ শেষে শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে সড়কে আবার যান চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকাল সোয়া ৩টায় তারা শাহবাগ ছেড়ে শহীদ মিনারে ফিরে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।
এরআগে, দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনতদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার দুপুর ১টার পর শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে তারা শাহবাগে যাত্রা করেন। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
এ দিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তাই সব কারাবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা।