Homeদেশের গণমাধ্যমেআলোচনায় ইউনূস-মোদি বৈঠক

আলোচনায় ইউনূস-মোদি বৈঠক


বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ওই সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা, দিল্লি ও ব্যাংকক-সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে পুরো বিষয়টি মৌখিকভাবে ইঙ্গিতপ্রাপ্ত। লিখিত কোনও কিছু এখনও পাওয়া যায়নি। 

সূত্রগুলো জানায়, যেকোনও পরিস্থিতিতে আলাপ-আলোচনার মাধ্যমে যেকোনও বিষয়ে সমাধানে আগ্রহী দুই দেশই।

এছাড়া ঈদে ড. মুহাম্মদ ইউনূসকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা জানানোর মাধ্যমে ভারত একটি ইতিবাচক বার্তা দিয়েছে বলেও মনে করছেন অনেকে।

তাছাড় আজ থাইল্যান্ডের রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেছেন, বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী।

প্রসঙ্গত, ব্যাংককে আজ বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিচ্ছে সাতটি দেশ। আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের কাছে বিমসটেকের দায়িত্ব হস্তান্তর করা হবে।   

এদিকে আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান বলেন, ‘সম্মেলনের ফাঁকে সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র-প্রধানদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের কথা আছে। এর মধ্যে আশা করা যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। আমাদের আশাবাদী হওয়ার কারণ আছে, যতক্ষণ পর্যন্ত বৈঠক না হচ্ছে এ প্রসঙ্গে আমরা আগ বাড়িয়ে কিছু বলবো না।’

তিনি বলেন, ‘আমরা আশা করছি, অন্য সব সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে বিমসটেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। সে কারণে আমরা ভাবছি, এই সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা অনেকটা আছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত