এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ দুপুর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ছয় শহীদ পরিবারের বাসায় শুভেচ্ছা বিনিময় করে তাঁদের প্রতিনিধিদল। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে প্রতিনিধিদল শহীদ পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেয় ও ঈদ উপহার পৌঁছে দেয়।
অন্যদের মধ্যে মিরপুরের ইস্টার্ন হাউজিংয়ের শহীদ মমিন ইসলাম, শহীদ দেলোয়ার হোসেন, দুয়ারীপাড়ার শহীদ বাবুল আক্তার ও রূপনগরের শহীদ সাকিবের পরিবারের সঙ্গে দেখা করে এনসিপির প্রতিনিধিদল।
শহীদ সাকিবের বোন বলেন, ‘আপনাদের আমার মা দেখলে ভালো হতো। আমার মা স্বাভাবিক হতে পারছেন না। খুলনার সোনাডাঙ্গায় নিজ বাড়িতে সারাক্ষণ সাকিব বলে ডাকাডাকি করেন; স্বাভাবিক হতে পারছেন না।’