Homeদেশের গণমাধ্যমেআরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী

আরাফাতের শতকের পরও হারল নৌবাহিনী


ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড করপোরেট অ্যামেচার ক্রিকেটে আরাফাত ইসলামের সেঞ্চুরিও নৌবাহিনীর হার এড়ানোর জন্য যথেষ্ট হয়নি। সর্বশেষ ম্যাচে ক্যাডেট একাদশের কাছে ৩ উইকেটে হেরেছে নৌবাহিনী।

ক্যাডেট একাদশ টস জিতে প্রতিপক্ষ দলকে ব্যাটিংয়ে পাঠায়। আরাফাত ইসলামের অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেটে ২৩৫ রান সংগ্রহ করে নৌবাহিনী। আরাফাত ইসলামের ৮২ বলে সাজানো ১০০ রানের ইনিংসে ছিল ৭ বাউন্ডারি ও ৫ ছক্কা। নাঈম হোসেন ৩৬ বলে ৫৩ রান সংগ্রহ করেন। শেষদিকে আরাফাত হোসেন ১০ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেলেন। ক্যাডেট একাদশের শেখ সাদিক ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন। একেএম হুসনা হাবিব মেহেদি ৪৩ রানে ২ উইকেট নেন।

জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ৪ বল এবং ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে ক্যাডেট একাদশ। সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন। ৩১ বলের ঝড়ো ইনিংসে ৩৪ রান আসে ৪ বাউন্ডারি এবং ৩ ওভার বাউন্ডারি থেকে। ২৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন শফিউল ইসলাম।

এ ছাড়া রাফি ফাইজুল হক (৩৩), শেখ সাদিক (২৫) ও মোহাম্মদ রবিউল রবির (২৫) ইনিংসগুলো ক্যাডেট একাদশের জয়ের পথ প্রশস্ত করেছে। নৌবাহিনীর মারুফ হক সানি ২৮ রানে ২ উইকেট নিয়েছেন। অনবদ্য সেঞ্চুরির জন্য ম্যাচসেরার স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর আরাফাত ইসলাম।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত