চীন প্রসঙ্গে পুতিন বলেন, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলের প্রতিবেশীর সম্পর্ক স্মরণকালের সবচেয়ে ভালো অবস্থায় রয়েছে। দুই দেশ বিশ্বমঞ্চে বিভিন্ন কাজের সমন্বয় করছে। পুতিন বলেন, ‘গত এক দশকে আমাদের সম্পর্কের স্তর এবং গুণমান এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা ইতিহাসজুড়ে কখনো বিদ্যমান ছিল না।’
সংবাদ সম্মেলনের বড় অংশজুড়ে ছিল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। সেখানে পুতিন বলেন, যুদ্ধের সমাপ্তি টানতে তিনি সমঝোতার জন্য প্রস্তুত। তবে কী ধরনের আপস বা সমঝোতা হতে পারে, তা স্পষ্ট নয়।
প্রতিদিনই ইউক্রেনে রুশ সেনারা এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পুতিন। এ সময় নিজ দেশের সেনাদের ‘নায়ক’ বলে মন্তব্য করেন তিনি।
একপর্যায়ে পুতিন তাঁর পেছনে দুটি পতাকা ধরা হয়। তিনি বলেন, এই পতাকা কুরস্কে যুদ্ধরত সেনাদের স্বাক্ষর করা। তিনি বলেন, এসব সেনা তাঁদের মাতৃভূমির জন্য লড়াই করছেন।