১১ মিনিট ৫৫ সেকেন্ডের এক ঝড়। আর তাতেই গত মাসে ইতিহাস থেকে দারুণ এক জয় নিয়ে বাড়ি ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৮ ও ৯০ মিনিটের ২ গোলে নগর প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছিল ইউনাইটেড। সেদিন ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেছিলেন আমাদ দিয়ালো।
আইভরিকোস্টের ২২ বছর বয়সী ফরোয়ার্ড আবারও নায়ক হলেন ইউনাইটেডের। এবার অবশ্য অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরতে পারেনি দলটি। তবে আমাদের গোলই একটি পয়েন্ট এনে দিয়েছে ২-১ গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করতে পারাটা তো খারাপ সময়ে বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেডের জন্য জয়েরই সমান।
তবে যোগ করা সময়ের শেষ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ১০ গজ দূর থেকে আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে না মারলে ১ নয়, ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত ইউনাইটেড। আর আমাদ নয়, নায়ক হয়ে যেতেন ম্যাগুয়ার।