প্রকাশিত: ২৩:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
ভারতের কাছে হারার পর নিউ জিল্যান্ডের কাছে ধরাশায়ী হলো বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সোমবার (২৪ ডিসেম্বর) নিউ জিল্যান্ডের কাছে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। আর এই হারে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে যায়। রাওয়ালপিন্ডির ‘হাইওয়ে’ উইকেটেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ২৩৬ রানের বেশি করতে পারেনি। বোলাররা ভালো বোলিং করলেও শেষ পর্যন্ত কাঙ্খিত জয়টি তুলে নিতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।
ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুটি বড় জুটির আক্ষেপে পুড়েছেন, ‘‘আমার মনে হয় আমরা ব্যাটিংয়ে শুরুটা ভালোই করেছিলাম। মাঝে আমরা উইকেট হারিয়ে ফেলি। এমন পিচে আসলে আমাদের ব্যাটিংটা ভালো হয়নি। খুবই ভালো উইকেট ছিল। আমাদের কেবল দুটি বড় জুটির প্রয়োজন ছিল।’’
‘‘আসলে আমাদের ১০ ওভারের পরের পারফরম্যান্স বেশ হতাশাজনক। আমাদের শুরুর পারফরম্যান্সটা ক্যারি করা উচিত ছিল। নাহিদ খুবই দুর্দান্ত একজন বোলার। আজ সে যেভাবে বোলিং করেছে তাতে আমরা সবাই খুশি হয়েছি। গেল কয়েক বছর আমাদের বোলিং ইউনিটটা খুব ভালো করছে। আমাদের ব্যাটসম্যানদের এখন এগিয়ে আসা উচিত।’’
শেষ ম্যাচে ২৭ ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল আনুষ্ঠানিকতার হলেও শান্ত বলছেন গুরুত্বপূর্ণ, ‘‘ওই ম্যাচটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য আত্মবিশ্বাস বুস্ট করার ম্যাচ হবে।’’
ঢাকা/আমিনুল