Homeদেশের গণমাধ্যমেআমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে: হান্নান মাসউদ

আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে: হান্নান মাসউদ


এরপরে ওই বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। হান্নান মাসউদ সাংবাদিকদের আরও বলেন, ‘আমাদের ঘোষণাপত্র নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সেই ষড়যন্ত্রে পেরেক মেরে দিয়েছে আমাদের অন্তর্বর্তী সরকার। তারা বলেছে, সরকারের জায়গা থেকে ঘোষণাপত্র দেওয়া হবে। আগামীকাল জনগণকে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আমরা আগামীকাল সারা দেশের মানুষকে এই ঘোষণাপত্রের পক্ষে রাজপথে নেমে আসার আহ্বান জানাই। আমরা আশা করি, এই ঘোষণাপত্রের পক্ষে ৫ আগস্টের মতো একটা গণজোয়ার কালকে দেখা যাবে।’

এ সময় এক সাংবাদিক হান্নান মাসউদকে প্রশ্ন করেন, মঙ্গলবার শহীদ মিনারে ঘোষণাপত্র পাঠ হবে কি না। এ সময় হান্নানের পাশ থেকে একজন হাত নেড়ে ‘না’ বলেন। সঙ্গে সঙ্গেই হান্নানের নেতৃত্বে মিছিল করতে করতে একদল তরুণ সেখান থেকে চলে যান। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতারা জানান, রাত সোয়া একটায় তাঁরা আনুষ্ঠানিক ব্রিফিং করবেন।



Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত