সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে নতুন আইন পাস করেছে রাশিয়া।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় আইনটি পাস হয়। এর ফলে আফগানিস্তানের তালেবান ও সিরিয়ার নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুলে গেল মস্কোর।
বুধবার (১৮ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, দেশটির আইন অনুযায়ী, কোনো গোষ্ঠী সন্ত্রাস-সম্পর্কিত কার্যকলাপ বন্ধ করলে আদালতের আদেশে তাদের রাশিয়ার নিষিদ্ধ ‘সন্ত্রাসী সংগঠনের’ তালিকা থেকে বাদ দেওয়া হবে।
উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান সরকার এখনো কোনো দেশের স্বীকৃতি পায়নি। ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার বৈশ্বিক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে। তবে ক্ষমতা নেওয়ার পর রাশিয়া ধীরে ধীরে তালেবানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেছিলেন, তালেবান এখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহযোগী।
এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) রাশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল চেচনিয়ার নেতা রমজান কাদিরভ সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম (এইচটিএস)-কে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। এই গোষ্ঠী চলতি মাসে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে।
তালেবান ২০০৩ সালের ফেব্রুয়ারিতে এবং সিরিয়ার এইচটিএস ২০২০ সালে রাশিয়ার নিষিদ্ধ সংগঠনের তালিকায় যুক্ত হয়েছিল। নতুন এই আইন পাসের মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন কৌশল গ্রহণ করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।