Homeদেশের গণমাধ্যমেআন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি: দুই ভাই গ্রেফতার

আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি: দুই ভাই গ্রেফতার


চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার দুজনই পটিয়ার সাবেক সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর সহযোগী হিসেবে পরিচিত।

শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশ।

গ্রেফতার দুজন হলেন– উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামের নুরুল আবসারের দুই ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও আক্তারুজ্জামান শাকিল (২৪)।

স্থানীয়রা জানান, সামশুল হক চৌধুরীর সাবেক এপিএস এজাজের সেকেন্ড ইন কমান্ড মুসলিম জামান সবুজ। তার ছোট ভাই শাকিল আওয়ামী লীগ নেতা লিটন বড়ুয়ার সেকেন্ড ইন কমান্ড। এই দুই ভাইয়ের ভয়ে এলাকায় তটস্থ থাকতেন লোকজন। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক কারবারসহ নানান অভিযোগ রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করেন আক্তারুজ্জামান শাকিল। এ বিষয়ে একটি ভিডিও পাওয়া গেছে। ওই ভিডিও দেখে তাকে শনাক্ত করা হয়। এ ছাড়া তার বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়িবহরে হামলা-ভাঙচুর মামলার আসামি। ওই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় মাদকের কারবারসহ নানান অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।’





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত