Homeদেশের গণমাধ্যমেআন্দোলনে আহতরা কীভাবে সহযোগিতা পাবেন, জানালেন সারজিস

আন্দোলনে আহতরা কীভাবে সহযোগিতা পাবেন, জানালেন সারজিস


জুলাই বিপ্লবে অংশ নিয়ে সহিংসতায় যারা আহত হয়েছেন, তাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পেতে হাসপাতালের চিকিৎসাপত্রের সত্যায়িত কপি লাগবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

স্বচ্ছতার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বুধবার (১ জানুয়ারি) ঢাকায় সংবাদ সম্মেলন করে জানান তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের সহযোগিতা দেওয়া হচ্ছে। স্বচ্ছতার জন্য আহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়িত লাগবে। কারণ, অনেকে চিকিৎসাপত্র জালিয়াতি করে সুযোগ-সুবিধা নিতে চেয়েছিল। আন্দোলনে সম্পৃক্ত নন, এমন অনেকে সুযোগ-সুবিধা নিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে।

জানুয়ারিতে শহীদ পরিবারগুলোকে আবারও বড় অঙ্কের আর্থিক সহযোগিতা করা হবে জানিয়ে সারজিস আলম বলেন, জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা সরকারি হিসাবে ৮২৬ জন। এর মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদ পরিবার।

সহায়তার তথ্য জানিয়ে সারজিস বলেন, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকার মতো। এখনো ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এ ছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম, তারা এটি দিয়েছে।

অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থার কথা জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য প্রতিটি বিভাগে একটি করে অফিস নেওয়া হবে, যাতে অর্থের জন্য নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে ঢাকায় আসতে না হয়। আবার তাদের পরিবারের কেউ ফাউন্ডেশনে এসে যেন খারাপ ব্যবহার না পায়, সে ব্যবস্থা নেওয়া হবে। কেউ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত