এ সময় ২০১৭ সালের চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে আনচেলত্তি রিয়ালকে নিয়ে কি বলেছিলেন, সেটাও মনে করতে বলেন সিমিওনে। সে সময় রিয়ালের বিপক্ষে বায়ার্নের হারকে ‘অন্যায্য’ ও ‘অস্বাভাবিক ব্যাপার’ বলেছিলেন আনচেলত্তি।
সিমিওনে বলেন, ‘কেউ যদি অতীতে ফিরে যায় এবং বায়ার্নের বিপক্ষে (রিয়ালের) ম্যাচটিতে যায়, তবে দেখবে কোচ (আনচেলত্তি) মাঠে যা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতেই মন্তব্য করেছিলেন।’ সিমিওনের এই কথার জবাব এখন আনচেলত্তি কি বলেন, সেটাই দেখার অপেক্ষা।