শনিবার বিকেলে এই গণসমাবেশের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃত্বাধীন সংখ্যালঘু ঐক্যমোর্চা। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত ও চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ সংখ্যালঘু নেতাদের বিরুদ্ধে করা সব মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয় গণসমাবেশ থেকে।
গণসমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নিমচন্দ্র ভৌমিক বলেন, তাঁরা অস্তিত্ব রক্ষা ও মানবাধিকারের জন্য সংগ্রাম করছেন।
যত সরকার এসেছে, দাবি করা হয়েছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি বলে উল্লেখ করেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী। তিনি বলেন, এবার আট দফা দাবি বাস্তবায়ন করতেই হবে, এর কোনো বিকল্প নেই। দাবি আদায় না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। আমাদের বিরুদ্ধে যত মামলা দেওয়া হোক, যত হামলা করা হোক, বাড়িঘর লুটপাট করা হোক, দাবি যে করেই হোক আদায় করে ছাড়ব।