Homeদেশের গণমাধ্যমেআজ ‘ধন্যবাদ’ জানানোর দিন | কালবেলা

আজ ‘ধন্যবাদ’ জানানোর দিন | কালবেলা


আমাদের জীবন বিভিন্ন মানুষের ছোট ছোট সহযোগিতায় সুন্দর হয়, সহজ হয়। কিন্তু আমরা মুখ ফুটে তাদের ক’জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি! কতজনকে বলি, ‘আপনাকে ধন্যবাদ’। যে মানুষটি আপনার জীবনকে সুন্দর করে তুলেছে তাকে আজ ধন্যবাদ জানাতে পারেন। এটুকু কৃতজ্ঞতা তিনি আশা করতেই পারেন। তাই আজকের দিনটি মিস করবেন না। তাকে বলুন, পাশে থাকার জন্য ‘তোমাকে ধন্যবাদ’। কারণ, আজ ‘থ্যাঙ্ক ইউ ডে’।

প্রতি বছর ১১ জানুয়ারি ‘তোমাকে ধন্যবাদ’ বা ‘থ্যাঙ্ক ইউ ডে’ পালন করা হয়। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, যে মানুষটি আমাদের জীবনকে সুন্দর করে তুলেছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আর তা যদি বছরের শুরুতে হয়, তাহলে এর চেয়ে ভাল আর কী হতে পারে?

প্রাচীনকাল থেকেই সমাজের মানুষ একে অপরের সঙ্গে নানাভাবে যোগাযোগ করে আসছে। মিশরীয়রা প্যাপিরাস শিটে লিখতেন এবং চীনারা কাগজে লিখতেন। তারা বন্ধুদের এভাবে শুভেচ্ছা বার্তা পাঠাতেন। ‘ধন্যবাদ’ শব্দটির উৎপত্তি ৪৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দের মধ্যে বলে মনে করা হয়। ১৪০০-এর দশকে ইউরোপীয়রা পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা কার্ড বিনিময় শুরু করেন। ধারণা করা হয় তখন এসব কার্ডে ‘ধন্যবাদ’ বা ‘থ্যাঙ্কস’ লেখার প্রচলন শুরু হয়েছিল।

ইউরোপীয়ানরা শুভেচ্ছা কার্ড ব্যবহার শুরুর অনেক পরে জার্মান লুই প্রাং মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসিত হন। ১৮৭৩ সালের ক্রিসমাসে তিনি ম্যাসাচুসেটসের বোস্টনে শুভেচ্ছা কার্ড তৈরি ও বিক্রি করেন। ১৮৭৪ সালে তিনি পুরো যুক্তরাষ্ট্রে ক্রিসমাস কার্ড তৈরি ও বিক্রি করেন। তারপর থেকে এগুলোর চাহিদা বাড়তেই থাকে। কিন্তু, ‘ধন্যবাদ’ বলার অভ্যাসটি ষোড়শ ও সপ্তদশ শতাব্দীর বাণিজ্যিক বিপ্লবের সময় শুরু হয়েছিল। তখন এটি মধ্যবিত্ত শ্রেণির মাঝে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। ধীরে ধীরে অফিস থেকে শুরু করে দোকানেও ছড়িয়ে পড়ে। গত ৫০০ বছর ধরে এর ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে।

দিনটি উদযাপনের সবচেয়ে ভালো উপায় পছন্দের মানুষকে লিখুন ‘তোমাকে ধন্যবাদ’। ফেসবুকের ইনবক্সে, কিংবা মেইলে তাকে শুভেচ্ছা জানান। কোনো বিশেষ দিনের কথা স্মরণ করিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে লিখুন ‘তোমাকে ধন্যবাদ’। মনে রাখবে ধন্যবাদ একটি জাদুকরী শব্দ। আর এটি মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। তেমনি ওই পক্ষের মানুষটির সঙ্গেও সম্পর্কের উষ্ণতা বাড়ে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত