ঢাকার হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে ‘গণজোয়ার’ কনসার্টের ঘোষণা দিয়েছিল আয়োজক প্রতিষ্ঠান ম্যাভিক্স গ্লোবাল। অনুষ্ঠানের আগে ভেন্যু পরিবর্তনের কথা জানায় আয়োজক প্রতিষ্ঠান। জানা যায়, হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার নয়, কনসার্টটি হবে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে। এতে পারফর্ম করার কথা ছিল ব্যান্ড নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরও অনেকে। কিন্তু অনুষ্ঠানের একপর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পণ্ড হয় আয়োজন। এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন ব্যান্ড নেমেসিসের জোহাদ রোজা চৌধুরী।
নেমেসিস ব্যান্ড প্রতিষ্ঠার ২৫ বছর পার করছে। দেশ-বিদেশের অনেক মঞ্চে গান পরিবেশন করেছে ব্যান্ডটি। কিন্তু গতকাল শুক্রবার যে ঘটনার মুখোমুখি হয়েছে ব্যান্ডটি, তেমনটা পেশাদার সংগীতে ঘটেনি বলে জানায় তারা। গণজোয়ার কনসার্টে পারফর্ম করার কথা ছিল নেমেসিস, ক্রিপটিক ফেইট, অ্যাভয়েড রাফা, বে অব বেঙ্গল, কাকতাল, কনক্লুশনসহ আরও কয়েকটি ব্যান্ডের।