Homeদেশের গণমাধ্যমেআছিয়ার জন্য ফেসবুক হলো শোকবই!

আছিয়ার জন্য ফেসবুক হলো শোকবই!


মারা গেছেন আছিয়া! আছিয়া কে বুঝেছেন তো? মাগুরার ধর্ষিত হওয়া ৮ বছরের ছোট্ট মেয়েটি। অনেক চেষ্টার পরও মেয়েটিকে বাঁচানো যায়নি। এই ঘটনায় গোটা দেশের মানুষ স্তব্ধ, শোকে কাতর! সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মনেও গভীর রেখাপাত করেছে ঘটনাটি।

সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব আছিয়ার জন্য করুণ আর্তি আর নিদারুণ কষ্টের পোস্টে। তারকারাও দিয়েছেন শোক জানিয়ে পোস্ট। আছিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তাদের হৃদয়।

আছিয়ার মৃত্যুতে শোক জানিয়ে সিয়াম আহমেদ লিখেছেন, ‘আছিয়া, তুমি ঘুমাও মা। যে অবর্ণনীয় কষ্টের ভেতর দিয়ে তোমাকে যেতে হয়েছে, আল্লাহ নিশ্চয়ই এর বিচার করবেন, এই জমিনেই করবেন। জান্নাতের মেহমান হিসেবে শান্তিতে এখন ঘুমাও, মা।’

শোক জানিয়ে সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লিখেছেন, ‘বেহেশতের ফুল আছিয়া, বেহেশতে চলে গেছে। আলহামদুলিল্লাহ।’

তমা মির্জা লিখেছেন, ‘শোনেন, পশু ধরে রেখে দেয় না, মেরে ফেলে। আবর্জনা পরিষ্কার করে ফেলতে হয়, রেখে দিয়ে দুর্গন্ধ ছড়াতে হয় না। দশ-বিশজন পশুরূপী অমানুষ না থাকলে আমাদের দেশের জনসংখ্যা কমবে না। ধর্ষক কেন বেঁচে থাকবে? হয় সঙ্গে সঙ্গে মারেন, না পারলে সাধারণ জনগণের কাছে দিয়ে দেন। কিন্তু বাঁচিয়ে রাইখেন না।’

ইয়ামিন হক ববি লিখেছেন, ‘মাগুরায় নির্যাতিত শিশুটি আর নেই! আমরা বাকরূদ্ধ ও বিক্ষুব্ধ! আমরা শিশুটির কাছে ক্ষমাপ্রার্থী ও লজ্জিত!’

রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’

ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন, ‘আল্লাহ আপনি বিচার কইরেন।’

শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর, প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’

শাহনাজ খুশি লিখেছেন, ‘এ শহরে আর কোনো কন‍্যার জন্ম না হোক। মাতৃহীন,ভগ্নিহীন,কন‍্যাহীন মরুভূমি হোক এদেশ। কুলাংগারের আবাদ হোক!’

ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

উল্লেখ্য, ৬ মার্চ মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আছিয়া।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত