প্রত্যাশার ব্যবস্থাপনা আরেকটি প্রতিবন্ধকতা উল্লেখ করে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, যত মানুষকে দেখি সব দাবিদাওয়াভিত্তিক। কেউ পদোন্নতিবঞ্চিত, বেতনবঞ্চিত, কাউকে খারাপ জায়গায় বদলি করা হয়েছে, কারও বেতন বাড়াতে হবে, কাউকে রাজস্ব খাতে নিতে হবে। সবকিছু ব্যক্তি ও গোষ্ঠীর দাবিদাওয়াকেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে কেউ আসে না।
মন্ত্রণালয়ের ৩০ শতাংশ সময় ব্যক্তিগত এসব বিষয়ে ব্যয় হয় বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ‘কত রকম যে বঞ্চিত। যাঁকে আমি সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয়—আমিও বঞ্চিত।’
সংস্কার আগে নাকি নির্বাচন আগে—এ নিয়েও বোঝাপড়ার ঘাটতি রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ‘ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটা যেন অনৈক্যের পর্যায়ে পর্যবসিত না হয়।’