আশিক চৌধুরী: এই মুহূর্তে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা কাজ করছে। তাঁরা বলছেন, দেশের রাজনৈতিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে প্রচুর অপতথ্য ও ভুল তথ্য রয়েছে। এ জন্য তাঁরা আমাদের কাছ থেকে আরও সঠিক ও হালনাগাদ তথ্য জানতে চান। আমরাও এ বিষয়ে তাঁদের আশ্বস্ত করার চেষ্টা করছি। এ জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত ও সক্রিয় যোগাযোগ রাখছি।
এ ছাড়া আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন দেশের অর্থনৈতিক সূচকগুলো কোন দিকে যাচ্ছে, সরকার বিনিয়োগ পরিবেশের উন্নয়নে কী পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে সব অংশীজনকে নিয়ে এখন থেকে প্রতি মাসে ‘স্টেট অব ইনভেস্টমেন্ট ইকোসিস্টেম’ নামে একটা ওয়েবিনার করা হবে। অর্থাৎ আমরা তথ্যের প্রবাহ ও আলোচনার পরিবেশটা তৈরি করতে চাই। এসব কাজ করা গেলে আশা করছি, আগামী বছরের শুরু থেকে নতুন বিনিয়োগ আসার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য উন্নতি দেখা যাবে।