এবারের চ্যাম্পিয়নস ট্রফির ব্যর্থতার পর শুধু কোচ বদলই নয়, আরও বড় পরিবর্তনও আসতে পারে পাকিস্তানের ক্রিকেটে। বিষয়টি নাকি সরাসরি দেখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের ব্যর্থতা নিয়ে আলোচনা হতে পারে মন্ত্রিসভা ও সংসদে।
সেটা না হয় হবে, কিন্তু আকিব জাভেদের জায়গায় পাকিস্তানের কোচ হতে পারেন কে, আপাতত দেশটির ক্রিকেট মহলে আলোচনা চলছে এটা নিয়েই। সম্ভাব্য বিকল্প হিসেবে আসছে পাকিস্তানেরই সাবেক কোচ মিকি আর্থারসহ ইউনিস খান ও সাকলায়েন মুশতাকের নাম।
এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের কোচ ছিলেন আর্থার। দক্ষিণ আফ্রিকান এই কোচের অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান, ২০১৮ সালে উঠেছিল টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে। এরপর ২০২৩ সালে তাঁকে পাকিস্তান ক্রিকেটের পরিচালক করে পিসিবি। আরও একবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁর শরণাপন্ন হতে পারে বলে বলছে দেশটির সংবাদমাধ্যম।