Homeদেশের গণমাধ্যমেআওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক

আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিল: মামুনুল হক



ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ৮ জানুয়ারি ২০২৫  


বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, ‘‘আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিল। অথচ ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে।’’

তিনি বলেন, ‘‘সমাজে এমন এক ধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে, যে রাজনীতি হবে ত্যাগের; ভোগের নয়। হবে দেওয়ার রাজনীতি, নেওয়ার নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই।’’

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষণদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।

ঢাকা/তামিম/রাজীব





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত