Homeদেশের গণমাধ্যমেআওয়ামী লীগের দোসররা আড়ালে থেকে কলকাঠি নাড়ছে:

আওয়ামী লীগের দোসররা আড়ালে থেকে কলকাঠি নাড়ছে:


সিলেট: সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে বিএনপির নামে নানা অপপ্রচার চলছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নানা ফন্দি আঁটছে।

আওয়ামী লীগের দোসররা আড়ালে থেকে কলকাঠি নাড়ছে।

শনিবার (২৬ অক্টোবর) ৩৩ নম্বর ওয়ার্ডের খাদিমপাড়া কল্লগ্রামে এলাকাসীর সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন একটি সম্ভাবনাময় একটি দেশ ফিরে পেয়েছে। আওয়ামী লীগের সেই দোসররা যাতে অরাজকতা সৃষ্টি করে মানুষের জানমাল ও জীবিকার ক্ষতিসাধন করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। গুজব ও অপপ্রচারের যথাযথভাবে মোকাবিলা করতে হবে।


বিএনপি নেতা ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন- দেলোয়ার হোসেন মানিক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, তাজুল ইসলাম, জমির আহমদ আমির উদ্দিন, ফরিদ আহমদ প্রমুখ।


বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪

এনইউ/এমজে



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত