অন্তর্বাস কিনতে গিয়ে প্রায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হন মেয়েরা। কখন কেমন অন্তর্বাস পরা উচিত বা কী ধরনের পরা উচিত, কাপ সাইজসহ নানা ধরনের তথ্য জানার ঘাটতি থেকে যায়। আবার ট্রায়াল রুমের অভাবেও সঠিক অন্তর্বাস কিনতে গিয়ে বিড়ম্বনা পোহাতে হয়।
এসব সমস্যার সমাধানে আই বাই সিক্রেটস তাদের প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার চালু করেছে যমুনা ফিউচার পার্কে। এর আগে ২০১৯ সাল থেকে অনলাইনে কার্যক্রম শুরু করেছিল তারা। যমুনা ফিউচার পার্কের আউটলেটে এমপাওয়ারড এবং প্রাইভেট পরিবেশে পছন্দের প্রোডাক্ট ট্রায়াল দিয়ে কিনতে পারবেন ক্রেতারা। এক্সপেরিয়েন্স সেন্টার পুরোটাই থাকছে নারীকর্মীদের তত্ত্বাবধানে।