প্রকাশিত: ১৯:২৪, ২৫ ডিসেম্বর ২০২৪
আপডেট: ১৯:৩৪, ২৫ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজকে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে হোওয়াইওয়াশ করেছে বাংলাদেশ। ওই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন শেখ মাহেদী হাসান। ব্যাট হাতে ৩৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৮ উইকেট। পেয়েছিলেন সিরিজ সেরার পুরস্কার। এবার আইসিসি র্যাংকিংয়ে সুখবর পেলেন তিনি।
ক্যারিয়ার সেরা ৬৩৬ রেটিং নিয়ে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ১৩ ধাপ উন্নতি করে টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে মাহেদী আছেন দশম স্থানে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ১৩ রানে ৪টি, দ্বিতীয় ম্যাচে ২০ রানে ২টি ও শেষ ম্যাচে ১৩ রানে ২টি উইকেট শিকার করেন তিনি।
তাসকিন আহমেদও বল হাতে সফল ছিলেন। প্রথম ম্যাচে ২৮ রানে ২ উইকেট, দ্বিতীয় ম্যাচে ১৬ রানে ৩ উইকেট আর তৃতীয় ম্যাচে ৩০ রানে নেন ২ উইকেট। তাতে ক্যারিয়ার সেরা ৬৩০ রেটিং নিয়ে সাত ধাপ উন্নতি করে তাসকিন আছেন মাহেদীর পরেই একাদশতম স্থানে।
এদিকে বেশ উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। তিনি ২১ ধাপ উন্নতি করে ক্যারিয়ার সেরা ৬২১ রেটিং নিয়ে বোলারদের র্যাংকিংয়ে ১৭তম অবস্থানে রয়েছেন। রিশাদ তৃতীয় ম্যাচে ২১ রানে ৩টি, দ্বিতীয় ম্যাচে ১২ রানে ২টি ও প্রথম ম্যাচে ৩২ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। আর হাসান মাহমুদ ২৩ ধাপ উন্নতি করে আছেন ২৪তম স্থানে। তিনি প্রথম ম্যাচে ২টি, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ১টি করে উইকেট নেন। তার রেটিং ক্যারিয়ার সেরা ৫৯৭।
সেরা দশে মাহেদীর প্রবেশ ছাড়া বাকি ৯ অবস্থানে আর কোনো পরিবর্তন নেই। ৭০৭ রেটিং নিয়ে যথারীতি গুদাকেশ মোতি আছেন শীর্ষে।
ঢাকা/আমিনুল