আইপিএল ২০২৫ এর খেলোয়াড়দের নিলাম বিদেশে হতে যাচ্ছে, এমনটা শোনা যাচ্ছিল আগে থেকেই। ভেন্যু হিসেবে সৌদি আরবকে বিবেচনায় রেখেছিল কর্তৃপক্ষ। মঙ্গলবার এলো আনুষ্ঠানিক ঘোষণা।
সৌদি আরবের জেদ্দায় হবে এবারের মেগা নিলাম। আগামী ২৪ ও ২৫ নভেম্বর খেলোয়াড়দের দলে টানবে ১০ ফ্র্যাঞ্চাইজি। একই দিনে পার্থে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের খেলা আছে।
বিসিসিআই নিলামের তারিখ ও ভেন্যু নিশ্চিতের পাশাপাশি জানিয়েছে, এই নিলামের জন্য ১৫৭৪ জন খেলোয়াড় নিবন্ধন করেছেন।
এর মধ্যে ১১৬৫ জন ভারতীয়, বাকি ৪০৯ জন বিদেশি। সহযোগী দেশ থেকে আছেন ৩০ জন। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া যথাক্রমে ৯১ ও ৭৬ জন খেলোয়াড় নিয়ে এই তালিকায় উপরের দিকে। বাংলাদেশ থেকে ১৩ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন হয়েছে। এই প্রথমবার ইতালি থেকে নিবন্ধিত হয়েছেন ক্রিকেটার থমাস ড্রাকা।
দশ দল মিলে ৪৬ খেলোয়াড় রিটেনশন করেছে। প্রতিটি দল সর্বোচ্চ ২৫ জনের স্কোয়াড গড়তে পারবে। মানে আর ২০৪ জন খেলোয়াড়কে নিলাম থেকে নেওয়া হবে।
এনিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের নিলাম হচ্ছে বিদেশের মাটিতে। ২০২৪ এর নিলাম হয়েছিল দুবাইয়ে।
মেগা নিলাম সাধারণের চেয়ে বেশ আলাদা। প্রতি তিন বছরে এটি অনুষ্ঠিত হয়ে থাকে। একদিনের পরিবর্তে এটি দুই দিন ধরে হয়। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী তিন বছরের জন্য (২০২৫-২৭) স্কোয়াড গঠন করবে।