কীভাবে খরচ হবে এই অর্থ, আর এতে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে? এমন প্রশ্নে জুনায়েদ ইভান বলেন, ‘এখানে বিশ্বাস একটা বড় বিষয়, মানবিক এসব কাজে প্রচুর স্ক্যাম (জালিয়াতি) হয়। আমরা কোনো সময় সরাসরি টাকার দায়িত্ব নিইনি, সব সময় রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছি। এই অ্যালবামেও এ স্বচ্ছতা থাকবে। মানুষের সহায়তা সরাসরি পৌঁছে যাবে হাসপাতালে। আমরা শুধু অর্থের হিসাব থেকে কার পেছনে খরচ হচ্ছে, সে হিসাব রাখব।’