ওটিটি প্ল্যাটফর্মটি প্রায়ই বিশ্বের নানা দেশের পুরোনো সিনেমা, নাটক ও টেলিছবি উন্মুক্ত করে থাকে। তারই অংশ হিসেবে বিশ্বজুড়ে অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘কাজল’। এর আগে এতে বাংলাদেশের কয়েকটি সিনেমা উঠেছে। যেমন অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’, রুবাইয়াত হোসেনের ‘মেইড ইন বাংলাদেশ’, শাকিব খানের ‘নবাব’, খিজির হায়াত খানের ‘ওরা ৭ জন’, রুবেল হাসানের ‘মনে প্রাণে’ প্রভৃতি।