Homeদেশের গণমাধ্যমেঅস্কার মনোনীতদের নাম জানাবেন এই দুই তারকা

অস্কার মনোনীতদের নাম জানাবেন এই দুই তারকা


আগুনের কারণে দু’বার পিছিয়ে অবশেষে ৯৭তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হচ্ছে। আমেরিকান অভিনেত্রী র‌্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং মনোনীতদের নাম জানাবেন। অস্কারের আয়োজক সংস্থা অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করেছে।

৩৪ বছর বয়সী বোয়েন ইয়াং অস্ট্রেলিয়ার ব্রিসবেনে জন্মগ্রহণ করেন। কারণ তার বাবা-মা ১৯৮৬ সালে চীন ছেড়ে ক্যাঙ্গারুদের দেশে পাড়ি জমান। হলিউডের ব্লকবাস্টার ‘উইকেড’ ছবির প্রধান চরিত্র গ্লিন্ডার কলেজ বন্ধু ফানি চরিত্রে অভিনয় করেছেন বোয়েন ইয়াং। এবারের অস্কারে একাধিক বিভাগে ‘উইকেড’ মনোনীত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত ২৯ বছর বয়সী র‌্যাচেল সেনোট গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘স্যাটারডে নাইট’-এ সত্তর ও আশির দশকের ‘স্যাটারডে নাইট লাইভ’ অনুষ্ঠানের লেখক রোজি শাস্টারের ভূমিকায় অভিনয় করেছেন। এবারের অস্কারে কোনও না কোনও বিভাগে ‘স্যাটারডে নাইট’ মনোনীত হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে যারা মনোনীত হয়েছেন, তাদের নাম গত ১৭ জানুয়ারি প্রকাশের কথা ছিল। কিন্তু লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রথমে দুই দিন ও পরে একসপ্তাহের জন্য এই আনুষ্ঠানিকতা পিছিয়ে দেওয়া হয়। তাছাড়া মনোনয়ন তালিকা প্রকাশের সময় কোনও অতিথি কিংবা সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকছে না। গত ৮ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন তালিকা চূড়ান্ত করার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে ২৩টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করবেন র‌্যাচেল সেনোট ও বোয়েন ইয়াং। অস্কারের দুই ওয়েবসাইট (অস্কার ডটকম, অস্কারস ডট অর্গ), অ্যাকাডেমির ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, ইনস্টাগ্রাম ইউটিউব, ফেসবুক), এবিসি টিভি চ্যানেলের ‘গুড মর্নিং আমেরিকা’, এবিসি নিউজ লাইভ ও ডিজনি প্লাস ও হুলুতে সরাসরি দেখানো হবে মনোনয়ন তালিকা ঘোষণার আয়োজন।

দুই ভাগে ২৩টি বিভাগে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। প্রথম অংশে সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রী, সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, সেরা পোশাক পরিকল্পনা, সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, সেরা রূপসজ্জা ও চুলসজ্জা, সেরা মৌলিক আবহ সংগীত, সেরা রূপান্তরিত চিত্রনাট্য ও সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে মনোনীতদের নাম জানানো হবে।

খানিক বিরতির পর দ্বিতীয় অংশে সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, সেরা অ্যানিমেটেড ছবি, সেরা চিত্রগ্রহণ, সেরা পরিচালক, সেরা প্রামাণ্যচিত্র, সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, সেরা সম্পাদনা, সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি, সেরা মৌলিক গান, সেরা চলচ্চিত্র, সেরা শিল্প নির্দেশনা, সেরা শব্দ ও সেরা ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে মনোনীতদের নাম জানানো হবে।

আগামী ২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ৯৭তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হবে। জাঁকজমক অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আমেরিকান টিভি তারকা কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত