অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র হিসেবে অস্কারে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়ে ইতিহাস গড়েছে ‘এমিলিয়া পেরেজ’। এরমধ্যে রয়েছে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেত্রী, সেরা পরিচালক, আন্তর্জাতিক কাহিনিচিত্র, আবহ সংগীত, গানসহ বিভিন্ন মনোনয়ন। স্প্যানিশ ভাষার ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের জ্যাক অঁদিয়ার।
এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে দ্বিতীয় সর্বাধিক ১০টি মনোনয়ন পেয়েছে ব্লকবাস্টার ছবি ‘উইকেড’। এছাড়া বিখ্যাত সংগীতশিল্পী বব ডিলানের বায়োপিক ‘অ্যা কমপ্লিট আননোন’ ও পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’ ৮টি করে মনোনয়ন পেয়েছে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয়ী ‘আনোরা’ ৬টি আর ব্লকবাস্টার আরেক ছবি ‘ডুন: পার্ট টু’ ও ‘দ্য সাবস্ট্যান্স’ ৫টি করে মনোনয়ন পেয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে শুরু হয় মনোনয়ন ঘোষণার অনুষ্ঠান। শুরুতে অ্যাকাডেমি সভাপতি জ্যানেট ইয়েং ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিল ক্র্যামার শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর একে একে ২৩টি বিভাগে মনোনীতদের নাম জানান ইতালিয়ান-আইরিশ বংশোদ্ভূত আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনেট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা-কমেডিয়ান বোয়েন ইয়েং। অস্কারের দুটি ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম (টিকটক, টুইটার, ইউটিউব, ফেসবুক) এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলু’তে সরাসরি দেখানো হয় এই আয়োজন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৯টি শাখার সদস্যদের ভোটে এবারের অস্কারের মনোনয়ন তালিকা চূড়ান্ত হয়েছে। অভিনয়শিল্পী সদস্যরা অভিনয়শিল্পীদের, সিনেমা পরিচালকরা সিনেমা পরিচালকদের– এভাবে সংশ্লিষ্ট শাখার সদস্যরা ভোট দিয়েছেন। পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র, আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য ছবি ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ভোট দিয়েছেন অ্যাকাডেমির সব শাখার সদস্যরা। আর সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন চূড়ান্ত হয়েছে সব সদস্যের সম্মিলিত ভোটে। এবার ৯৩টি দেশের সদস্যরা ব্যালট জমা দিয়ে মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকাডেমির সক্রিয় সদস্যরা ভোট দিয়ে ২৩টি বিভাগে বিজয়ীদের চূড়ান্ত করবেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ওভেশন হলিউডের ডলবি থিয়েটারে আগামী ২ মার্চ রয়েছে ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জাঁকজমকপূর্ণ আসর। আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন প্রথমবার অস্কার সঞ্চালনা করবেন। এবিসি টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু’তে সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি।
৯৭তম অস্কারের মনোনয়ন তালিকা
সেরা চলচ্চিত্র
আনোরা (অ্যালেক্স কোকো, সামান্থা কোয়ান, শন বেকার), দ্য ব্রুটালিস্ট (এ২৪), অ্যা কমপ্লিট আননোন (ফ্রেড বার্গার, জেমস ম্যানগোল্ডন, অ্যালেক্স হাইনম্যান), কনক্লেভ (টেসা রস, জুলিয়েট হাওয়েল, মাইকেল অ্যা. জ্যাকম্যান), ডুন: পার্ট টু (ম্যারি প্যারেন্ট, কেল বয়টার, তানিয়া লাপয়েন্টে, ডেনি ভিলন্যুভ), এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স), আই অ্যাম স্টিল হিয়ার, নিকেল বয়েজ, দ্য সাবস্ট্যান্স, উইকেড (মার্ক প্লাট)
অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট), টিমোটি শালামে (অ্যা কমপ্লিট আননৌন), কোলম্যান ডমিঙ্গো (সিং সিং), র্যালফ ফাইনস (কনক্লেভ), সেবাস্টিয়ান স্ট্যান (দি অ্যাপ্রেন্টিস)
অভিনেত্রী
সিনথিয়া এরিভো (উইকেড), কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেজ), মাইকি ম্যাডিসন (আনোরা), ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স), ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
পার্শ্ব অভিনেতা
ইউরা বরিসভ (আনোরা), কিয়েরান কালকিন (অ্যা রিয়েল পেইন), এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননৌন), গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট), জেরেমি স্ট্রং (দি অ্যাপ্রেন্টিস)
পার্শ্ব অভিনেত্রী
মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন), আরিয়ানা গ্রান্ডে (উইকেড), ফেলিসিটি জোন্স (দ্য ব্রুটালিস্ট), ইজাবেলা রসেল্লিনি (কনক্লেভ), জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
পরিচালক
শন বেকার (আনোরা), ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট), জেমস ম্যানগোল্ড (অ্যা কমপ্লিট আননোন), জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ), কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স)
মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বেকার), দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি কর্বেট, মোনা ফাস্টফল্ড), অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ), সেপ্টেম্বর ফাইভ (মরিৎজ বাইন্ডার, টিম ফেলবাউম, অ্যালেক্স ডেভিড), দ্য সাবস্ট্যান্স (কোরালি ফারজাঁ)
রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জেমস ম্যানগোল্ড, জে ককস), কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার, টমাস বাইডগেইন, লেয়া মাইসিয়াস, নিকোলাস লাইভেকি), নিকেল বয়েজ (রামেল রস, জসলিন বার্নস), সিং সিং (ক্লিন্ট বেন্টলি, গ্রেগ কোয়েডার, ক্লারেন্স ম্যাকলিন, জন হুইটফিল্ড)
আন্তর্জাতিক চলচ্চিত্র
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল), দ্য গার্ল উইথ দ্য নিডেল (ডেনমার্ক), এমিলিয়া পেরেজ (ফ্রান্স), দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (ইরান), ফ্লো (লাটভিয়া)
অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো, ইনসাইড আউট টু (কেলসি মান, মার্ক নিয়েলসেন), মেমোয়ার অব অ্যা স্নেইল (অ্যাডাম এলিয়ট, লিজ কিয়ার্নি), ওয়ালেস অ্যান্ড গ্রমিট: ভেনজেন্স মোস্ট ফাউল, দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস স্যান্ডার্স, জেফ হারম্যান)
চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট (লোল ক্রলি), ডুন: পার্ট টু (গ্রেগ ফ্রেজার), এমিলিয়া পেরেজ (পল জিলহোম), মারিয়া (এড লাশম্যান), নসফেরাটু (জ্যারিন ব্লাশকে)
মৌলিক আবহ সংগীত
দ্য ব্রুটালিস্ট (ড্যানিয়েল ব্লুমবার্গ), কনক্লেভ (ফলকার বারটেলম্যান), এমিলিয়া পেরেজ (ক্লেমোঁ দুকল, কামিল), উইকেড (জন পাওয়েল, স্টিফেন শোয়ার্টজ), দ্য ওয়াইল্ড রোবট (ক্রিস বাওয়ার্স)
মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অদিয়াঁর), দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট; ডায়েন ওয়ারেন), লাইক অ্যা বার্ড (সিং সিং; অ্যাব্রাহাম আলেকজান্ডার, আড্রিয়ান কেসাদা), মি কামিনো (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল), নেভার টু লেট (এলটন জন: নেভার টু লেট; এলটন জন, ব্র্যান্ডি কার্লাইল, অ্যান্ড্রু ওয়াট, বার্নি টাউপিন)
শিল্প নির্দেশনা
দ্য ব্রুটালিস্ট (জুডি বেকার, প্যাট্রিসিয়া কুচিয়া), কনক্লেভ (সুজি ডেভিস, সিনথিয়া স্লেইটার), ডুন: পার্ট টু (প্যাট্রিসিয়া ভারমেট, শেন ভিউ), নসফেরাটু (ক্রেগ র্যাথ্রপ, বিট্রিস ব্রেন্টনারোভা), উইকেড (নাথান ক্রোলি, লি স্যান্ডালস)
পোশাক পরিকল্পনা
অ্যা কমপ্লিট আননোন (আরিয়ান ফিলিপস), কনক্লেভ (লিসি ক্রিস্টল), গ্ল্যাডিয়েটর টু (জেন্টি ইয়েটস, ডেভিড ক্রসম্যান), নসফেরাটু (লিন্ডা মুইর), উইকেড (পল টেজওয়েল)
রূপসজ্জা ও চুলসজ্জা
অ্যা ডিফারেন্ট ম্যান (মাইক ম্যারিনো, ডেভিড প্রেস্টো, ক্রিস্টাল জুরাডো), এমিলিয়া পেরেজ (জুলিয়া ফ্লশ কারবোনেল, ইমানুয়েল জানভিয়ের, জ্যঁ-ক্রিস্তফ স্পাদাচিনি), নসফেরাটু (ডেভিড হোয়াইট, ট্রেসি লোডার, সুজান স্টোকস-মান্টন), দ্য সাবস্ট্যান্স (পিয়ের-অলিভিয়ের পারসিন, স্টেফানি গিলন, ম্যারিলিন স্কারসেলি), উইকেড (ফ্রান্সেস হ্যানন, লরা ব্লাউন্ট, সারাহ নুথ)
সম্পাদনা
আনোরা (শন বেকার), দ্য ব্রুটালিস্ট (ডেভিড জ্যানসো), কনক্লেভ (নিক এমারসন), এমিলিয়া পেরেজ (জুলিয়েট ওয়েলফ্লিং), উইকেড (মাইরন কারস্টেইন)
শব্দ
অ্যা কমপ্লিট আননোন, ডুন: পার্ট টু, এমিলিয়া পেরেজ, উইকেড, দ্য ওয়াইল্ড রোবট
ভিজ্যুয়াল ইফেক্টস
অ্যালিয়েন: রোমিউলাস, বেটার ম্যান, ডুন: পার্ট টু, কিংডম অব দ্য প্লানেট অব দ্য অ্যাপস, উইকেড
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
অ্যা লিন, আনুজা (অ্যাডাম জে. গ্রেভস, সুচিত্রা মাত্তাই), আই অ্যাম নট অ্যা রোবট, দ্য লাস্ট রেঞ্জার, দ্য ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট
অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
বিউটিফুল মেন (নিকোলাস কেপেন্স), ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস (শিরিন সোহানি, হোসেন মোলায়েমি), ম্যাজিক ক্যান্ডিস (দাইসুকে নিশিয়ো, তাকাশি ওয়াশিয়ো), ওয়ান্ডার টু ওয়ান্ডার (নিনা গান্টজ, স্টিয়েনেট বোসক্লপার), ইয়াক! (জুলিয়েট মার্কেট)
প্রামাণ্যচিত্র
ব্ল্যাক বক্স ডায়েরিস (শিওরি ইতো, এরিক নায়ারি, হানা অ্যাকভিলিন), নো আদার ল্যান্ড (বাসেল আদ্রা, র্যাচেল সিজোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম), পর্সেলেন ওয়ার, সাউন্ডট্র্যাক টু অ্যা ক্যু দিতা, সুগারকেইন
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
ডেথ বাই নাম্বার্স (কিম অ্যা. স্নাইডার, জেনিক এল. রবিলার্ড), আই অ্যাম রেডি ওয়ার্ডেন (স্মৃতি মুন্ধ্রা, মায়া গিনিপ), ইনসিডেন্ট (বিল মরিসন, জেমি ক্যালভেন), ইনস্ট্রুমেন্টস অব অ্যা বিটিং হার্ট (এমা রায়ান ইয়ামাজাকি, এরিক নায়ারি), দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন)