Homeদেশের গণমাধ্যমেঅস্কারে নিষিদ্ধ অভিনেতা গ্র্যামিতে, আর কারা মঞ্চ মাতাবেন

অস্কারে নিষিদ্ধ অভিনেতা গ্র্যামিতে, আর কারা মঞ্চ মাতাবেন


চড়-কাণ্ডের কারণে অস্কারে ১০ বছরের জন্য নিষিদ্ধ থাকা আমেরিকান অভিনেতা-র‌্যাপার উইল স্মিথ হাজির হবেন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে। জমকালো অনুষ্ঠানে একটি বিভাগের বিজয়ীর হাতে গ্রামোফোন আদলের ট্রফি তুলে দেবেন তিনি। বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার বিতরণের অনুষ্ঠানটি আট ঘণ্টা ধরে চলবে। এতে পপ, রক, কান্ট্রি ও হিপ-হপের সেরা সংগীতশিল্পীরা অংশ নেবেন। 

চারটি গ্র্যামি জয়ী উইল স্মিথ ছাড়াও গ্র্যামি অ্যাওয়ার্ডসে ট্রফি তুলে দিতে মঞ্চে উঠবেন পপ সুপারস্টার টেলর সুইফট, চারটি গ্র্যামি জয়ী আমেরিকান গায়িকা সিজা, তিনটি গ্র্যামি জয়ী আমেরিকান গায়িকা অলিভিয়া রড্রিগো ও ভিক্টোরিয়া মোনে, রক ব্যান্ড রেড হট চিলি পিপারসের মূল গায়ক অ্যান্টনি কিডিস ও ড্রামার চ্যাড স্মিথ, একটি করে গ্র্যামি জয়ী আমেরিকান গায়িকা-অভিনেত্রী কুইন লতিফা ও র‌্যাপার কার্ডি বি, আটবার গ্র্যামি জয়ী কিউবান-আমেরিকান গায়িকা গ্লোরিয়া এস্তেফান।

২ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ৩ ফেব্রুয়ারি সকাল ৮টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় তারকাখচিত জমকালো আয়োজনে দেওয়া হবে গ্র্যামি অ্যাওয়ার্ডস। এই ভেন্যুতে ২২তম বারের মতো গ্র্যামির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। টানা পঞ্চমবারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া।

২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ আগস্ট পর্যন্ত প্রকাশিত গান, সুর-সংগীত ও শিল্পীদের মধ্য থেকে ৯৪টি বিভাগে সেরাদের পুরস্কার দেওয়া হবে এবারের আসরে।

গ্র্যামিতে কারা ভোট দেন?
গ্র্যামির আয়োজক রেকর্ডিং অ্যাকাডেমির ১৩ হাজারের বেশি সদস্যের ভোটে বিজয়ী তালিকা চূড়ান্ত হয়েছে। গত বছরের ১২ ডিসেম্বর থেকে নতুন বছরের ৩ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার, সংগীত পরিচালক, প্রযোজক, প্রকৌশলী ও গান-বাজনার সঙ্গে যুক্ত পেশাদার ব্যক্তিরা ভোট দিয়েছেন। ভোটাধিকার প্রয়োগের জন্য তাদের অবশ্যই সংগীতশিল্পে সক্রিয় থাকা ও বার্ষিক ১৫০ ডলার সাবস্ক্রিপশন ফি দিতে হয়।

এছাড়া আগের সব আসরের বিজয়ীরা ভোট দিতে পারেন। প্রত্যেক সদস্য রক, ক্লাসিক্যাল ও আরএন্ডবি’র মতো তিনটি ক্ষেত্রে সর্বোচ্চ ১০টি বিভাগে ভোট দিতে পারবেন। তাদের কেবল সেসব বিভাগে ভোট দিতে উৎসাহিত করা হয় যেখানে তাদের দক্ষতা আছে। সেই সঙ্গে প্রত্যেক সদস্য নিজেদের অঙ্গনের বাইরে সামনের সারির ছয়টি পুরস্কারের জন্য ভোট দেওয়ার সুযোগ পান। এগুলো হলো অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ডিং অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, বেস্ট নিউ আর্টিস্ট, সংরাইটার অব দ্য ইয়ার ও প্রডিউসার অব দ্য ইয়ার।

আট ঘণ্টার ম্যারাথন আয়োজন
গ্র্যামি অ্যাওয়ার্ডস দুই ভাগে বিভক্ত। ‘প্রিমিয়ার সিরিমনি’ শীর্ষক আয়োজনে ৮০টি পুরস্কার বিতরণ করা হবে। রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত ২টা ৩০ মিনিট) রেকর্ডিং অ্যাকাডেমির ইউটিউব চ্যানেল ও live.grammy.com ওয়েবসাইটে পুরো আয়োজন দেখা যাবে। বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টা) থাকছে লালগালিচার জৌলুস। মূল অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৮টা)। যুক্তরাষ্ট্রে সিবিএস চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসে অনুষ্ঠানটি সরাসরি দেখানো হবে। পরদিন বিভিন্ন বিজয়ীর অনুভূতি ও নির্বাচিত পরিবেশনা ইউটিউবে আপলোড করবে রেকর্ডিং অ্যাকাডেমি।

নাচে-গানে মাতাবেন যারা
লালগালিচার আনুষ্ঠানিকতা শেষে ইয়েলো স্টুডিওর ডিজাইন করা জাঁকজমকপূর্ণ মঞ্চে ছড়াবে সুরের মূর্ছনা ও বর্ণিল পরিবেশনা। বর্ণিল মঞ্চে থাকছে ২০ ফুট লম্বা বিশাল একটি ভাস্কর্য, এটি গ্র্যামির গ্রামোফোন আদলের পুরস্কারে অনুপ্রাণিত।

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে সংগীত পরিবেশন করবেন লেডি গাগা ও ব্রুনো মার্স, ক্রিস মার্টিন, শেরিল ক্রো, জন লিজেন্ড, ব্র্যাড পেইসলি, ব্রিটানি হাওয়ার্ড, জ্যাকব কলিয়ার, সেন্ট ভিনসেন্ট। আগুন মোকাবিলায় জীবনের ঝুঁকি নেওয়া অগ্নিনির্বাপন বাহিনীকে সম্মান জানানো হবে অনুষ্ঠানের শুরুতে।

লস অ্যাঞ্জেলেসের দাবানলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে এবারের গ্র্যামিতে হৈচৈ খুব একটা নেই। প্রার্ক-পার্টি ও পুরস্কার-পরবর্তী পার্টি কিছুই রাখা হয়নি। বরং ক্ষতিগ্রস্ত সংগীতের পেশাদারকর্মীদের কল্যাণে রেকর্ডিং অ্যাকাডেমি ও এর অধীভুক্ত দাতব্য সংস্থা মিউজিকেয়ারস একটি তহবিল গঠন করেছে।

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের প্রযোজক কুইন্সি জোন্স স্মরণে গান গাইবেন অস্কার মনোনীত অভিনেত্রী সিনথিয়া এরিভো, স্টিভি ওয়ান্ডার, লেইনি উইলসন, জ্যানেল মোনা ও হার্ভি হ্যানকক। এছাড়া সুরের মূর্ছনায় বিমোহিত করেছেন শাকিরা, বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, চার্লি এক্সসিএক্স, চ্যাপেল রোন, বেনসন বুন, রেই, ডোচি, শাবুজে, টেডি সুইমস।

বিভিন্ন বিভাগে পরিবর্তন
১৯৫৯ সালের ৪ মে দেওয়া হয় প্রথম গ্র্যামি অ্যাওয়ার্ডস। ন্যাশনাল একাডেমি অব রেকর্ডিং আর্টস অ্যান্ড সায়েন্সেসের এই আয়োজন এখন বিশ্বের সব সংগীতশিল্পীর কাছেই সবচেয়ে কাঙ্ক্ষিত ও মর্যাদাসম্পন্ন পুরস্কার।

চার আসর পর এবারের গ্র্যামিতে নতুন কোনও বিভাগ যুক্ত হয়নি। তবে কয়েকটি বিভাগে পরিবর্তন এসেছে। বেস্ট রিমিক্সড রেকর্ডিং (নন-ক্ল্যাসিক্যাল) বিভাগটি প্রোডাকশন, ইঞ্জিনিয়ারিং, কম্পোজিশন ও অ্যারেঞ্জমেন্ট ক্ষেত্র থেকে সরিয়ে পপ ও ড্যান্স/ইলেক্ট্রনিক ক্ষেত্রে নেওয়া হয়েছে। বেস্ট পপ ড্যান্স রেকর্ডিং বিভাগের নাম বদলে রাখা হয়েছে বেস্ট ড্যান্স পপ রেকর্ডিং।

বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক মিউজিক অ্যালবামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেস্ট ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম। এর মানদণ্ড সংশোধন করে বলা হয়েছে, যেকোনও অ্যালবামে কমপক্ষে ৫০ শতাংশ ড্যান্স/ইলেক্ট্রনিক রেকর্ডিং থাকতে হবে। কনজুন্তো মিউজিক এখন থেকে বেস্ট মিউজিকা মেক্সিকানা অ্যালবামের (টেয়ানোসহ) পরিবর্তে বেস্ট রিজিওনাল রুটস মিউজিক অ্যালবামের অধীনে স্বীকৃতি পাবে।

বেস্ট স্কোর সাউন্ডট্র্যাক ফর ভিডিও গেমস অ্যান্ড আদার ইন্টারেক্টিভ মিডিয়া বিভাগে সংশোধন অনুযায়ী ৫০ শতাংশের বেশি সংগীত নতুন পর্ব কিংবা নতুন প্রোগ্রামে থাকতে হবে। বেস্ট সং ফর সোশ্যাল চেঞ্জ বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয়েছে হ্যারি বেলাফেন্টে বেস্ট সং ফর সোশ্যাল চেঞ্জ অ্যাওয়ার্ড। শৈল্পিক অভিব্যক্তি, গান লেখার নৈপুণ্য ও সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করার মতো গান এই পুরস্কার পাবে।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত