অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেলো যুক্তরাজ্য থেকে পাঠানো হিন্দি ভাষার চলচ্চিত্র ‘সন্তোষ’ ও থাইল্যান্ডের ব্যবসাসফল ছবি ‘হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ’। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ১৫টি ছবি। এগুলো অস্কারের মনোনয়ন পাওয়ার দৌড়ে এক ধাপ এগোলো। কারণ এরমধ্য থেকেই অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি ছবি।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ১০টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এশিয়া থেকে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে থাইল্যান্ডের পাত বুনিতিপাত পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ’। এর গল্পে দেখা যায়, এক তরুণ গুরুতর অসুস্থ দাদির যত্ন নিতে স্বল্প বেতনের চাকরি ছেড়ে দেয়। কারণ দাদির অনেক টাকা! দাদির মৃত্যুর আগেই তার সম্পত্তির উত্তরাধিকার হওয়ার লক্ষ্য স্থির করে সে।
ছবিটি গত এপ্রিলে বড় পর্দায় মুক্তির পর অসংখ্য দর্শক নিজেদের কান্নার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সেগুলো ভাইরালও হয়েছে। ‘হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ’ বিশ্বব্যাপী টিকিট বিক্রি থেকে ৭ কোটি ৮৩ লাখ ডলার (৯৩৪ কোটি ৭০ লাখ টাকা) পেয়েছে। ২০২৪ সালে থাইল্যান্ডের সবচেয়ে ব্যবসাসফল ছবি এটাই। থাইল্যান্ডের সর্বকালের হিসাবে এর অবস্থান ১১তম। ছবিটির নির্মাণশৈলী, চিত্রনাট্য, অভিনয় নৈপুণ্য, সংগীত ও বেদনাদায়ক আবেগী প্রভাবের ভূয়সী প্রশংসা করেছেন সমালোচকরা।
২৩তম নিউইয়র্ক এশিয়ান চলচ্চিত্র উৎসবে ‘হাউ টু মেক মিলিয়ন্স বিফোর গ্র্যান্ডমা ডাইজ’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয় গত জুলাইয়ে। এরপর অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা বিভাগে এর প্রদর্শনী হয়েছে। সর্বশেষ গত মাসে এশিয়ান ওয়ার্ল্ড চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করেছে ছবিটি।
নারীদের পথচলা
যুক্তরাজ্য থেকে পাঠানো ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নারী সন্ধ্যা সুরি পরিচালিত ‘সন্তোষ’ রয়েছে এবারের অস্কারের সংক্ষিপ্ত তালিকায়। যুক্তরাজ্য, ভারত, জার্মানি ও ফ্রান্সের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযোজনায় নির্মিত হিন্দি ভাষার ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাহানা গোস্বামী। এর গল্প বিধবা সন্তোষ সাইনিকে কেন্দ্র করে, যিনি স্বামীর মৃত্যুর পর তার পুলিশের চাকরি পান। এরপর এক তরুণীর হত্যা মামলার তদন্ত করতে দেওয়া হয় তাকে।
সন্ধ্যা সুরি ছাড়া আরও দুই নারী জায়গা পেয়েছেন আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায়। তারা হলেন ইতালির মাউরা দেলপেরো (ভেরমিলিও) ও সেনেগালের মাটি ডিওপ (ডাহোমে)।
বাংলাদেশ-ভারত বাদ
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে এবার কোয়ালিফাই করেছে ৮৫টি দেশের ছবি। অস্কারে ৯ বছরের মধ্যে এত কমসংখ্যক ছবি বিবেচিত হওয়ার ঘটনা এটি। এরমধ্যে বাংলাদেশ থেকে ছিল ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিউ কারেন্টস পুরস্কার জয়ী বাংলাদেশের ‘বলী’ (দ্য রেসলার)। এটি ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলাকে উপজীব্য করে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। তার চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম, তাহাদিল আহমেদ। ছবিটি প্রযোজনা করেছেন নির্মাতা পিপলু আর খান। সহ-প্রযোজনায় গাউসুল আলম শাওন ও সাইফুল আজিম।
সংক্ষিপ্ত তালিকায় জায়গা পায়নি ভারত থেকে পাঠানো আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রিঁ জয়ী পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ বাদ দিয়ে কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ পাঠায় ভারত। ১৩ সদস্যের বাছাই কমিটির প্রধান ছিলেন অসমিয়া নির্মাতা জানু বড়ুয়া। কিন্তু তাদের সিদ্ধান্ত যে ভুল সেটি প্রমাণ হয়ে গেলো। কয়েকদিন আগে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’। যদিও আমির খান ও কিরণ রাও অস্কারকে সামনে রেখে বেশ কিছুদিন আমেরিকায় নিজেদের ছবির প্রচারণা চালিয়েছেন। চলতি মাসের শুরুতে অস্কারজয়ী পরিচালক আলফনসো কোয়ারন বাফটা অ্যাওয়ার্ডসের প্রচারণা হিসেবে ‘লাপাতা লেডিস’-এর একটি প্রদর্শনী সঞ্চালনা করেন। গ্রামীণ ভারতের নারীদের কেন্দ্র করে ছবিটির গল্প লিখেছেন বাঙালি লেখক-নির্মাতা বিপ্লব গোস্বামী।
সংক্ষিপ্ত তালিকায় কান-বার্লিন-ভেনিসের আধিক্য
৯৭তম অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় থাকা ১৫টি ছবির মধ্যে প্রায় অর্ধেকই ৭৭তম কান উৎসবের অংশ ছিল। এগুলো হলো জুরি প্রাইজ ও সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার জয়ী ফ্রান্সের ‘এমিলিয়া পেরেস’, স্পেশাল জুরি প্রাইজ পাওয়া জার্মানির ‘দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ’, ক্যামেরা দ’র পুরস্কার জয়ী নরওয়ের ‘আরমান্ড’, মূল প্রতিযোগিতায় নির্বাচিত ডেনমার্কের ‘দ্য গার্ল উইথ দ্য নিডল’, সমান্তরাল বিভাগ ডিরেক্টরস’ ফোর্টনাইটে অডিয়েন্স অ্যাওয়ার্ড জয়ী কানাডার ম্যাথু র্যানকিনের ‘ইউনিভার্সেল ল্যাঙ্গুয়েজ’, আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত যুক্তরাজ্যের ‘সন্তোষ’ ও লাটভিয়ার ‘ফ্লো’।
এছাড়া বাকি আটটি চলচ্চিত্র ভেনিস, বার্লিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে আলোচিত হয়েছে। এগুলো হলো ৮১তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড জুরি প্রাইজ জয়ী ইতালির ‘ভেরমিলিও’, সেরা চিত্রনাট্যের পুরস্কার জয়ী ব্রাজিলের ‘আই অ্যাম স্টিল হিয়ার’, ৭৪তম বার্লিন চলচ্চিত্র উৎসবে স্বর্ণভালুক পুরস্কার জয়ী সেনেগালের ‘ডাহোমে’, সানড্যান্স চলচ্চিত্র উৎসবে নেক্সট অডিয়েন্স অ্যাওয়ার্ড জয়ী আয়ারল্যান্ডের ‘নিক্যাপ’, ৫৮তম কার্লোভি ভারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অডিয়েন্স অ্যাওয়ার্ড পাওয়া চেক রিপাবলিকের ‘ওয়েভস’, ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও পঞ্চম আম্মান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিস্তিনের ‘ফ্রম গ্রাউন্ড জিরো’। তেমন কোনও উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার না হওয়ার পরও সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছে আইসল্যান্ডের ‘টাচ’।
একনজরে
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় একমাত্র অ্যানিমেটেড ছবি ‘ফ্লো’ ও একমাত্র প্রামাণ্যচিত্র ‘ডাহোমে’। ফিলিস্তিনের ‘ফ্রম গ্রাউন্ড জিরো’ গাজায় বসবাসরত ২২ জন পরিচালকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংকলন। তালিকার ১৫টি চলচ্চিত্রের মধ্যে ১০টিই এসেছে ইউরোপ থেকে। এশিয়ার আছে দুটি আর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা থেকে এসেছে ১টি করে ছবি।
সংক্ষিপ্ত তালিকায় থাকা দুটি ছবির পরিচালক আগে অস্কারে মনোনয়ন পেয়েছেন। ‘এমিলিয়া পেরেস’-এর পরিচালক জ্যাক অদিয়াঁর ‘অ্যা প্রফেট’ ছবির জন্য মনোনীত হন ২০০৯ সালে। এছাড়া ‘আই অ্যাম স্টিল হিয়ার’-এর পরিচালক ওয়াল্টার সালেস ১৯৯৮ সালে ‘সেন্ট্রাল স্টেশন’ ছবির জন্য মনোনয়ন পান।
প্রয়াত কিংবদন্তি সুইডিশ নির্মাতা ইঙ্গমার বার্গম্যানের ‘দ্য ভার্জিন স্প্রিং’ (১৯৬১), ‘থ্রু অ্যা গ্লাস ডার্কলি’ (১৯৬২) ও ‘ফ্যানি অ্যান্ড আলেকজান্ডার’ (১৯৮৪) অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অস্কার জিতেছে। তাঁর নাতি হাল্ফদান উলমান তন্ডেলের ‘আরমান্ড’ এবারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় রয়েছে নরওয়ের ছবি হিসেবে। অস্কারের সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে চারবার করে জিতেছেন ইতালির দুই নির্মাতা ভিত্তোরিও ডি সিকা ও ফেদেরিকো ফেলিনি।
অস্কারের সময়সূচি
২০২৫ সালের ৮ জানুয়ারি শুরু হয়ে চূড়ান্ত মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ চলবে ১২ জানুয়ারি পর্যন্ত। ৯৭তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৪টি প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ১৭ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়ায় হলিউডের ডলবি থিয়েটারে ২ মার্চ জমকালো আসরে বিজয়ীদের হাতে উঠবে পুরস্কার। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কেভিন ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন। ৩ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম হুলুতে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি।