অল ব্রডকাস্টার্স কমিউনিটির (এবিসি) ফ্যামিলি ডে-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) ঢাকার পূর্বাচলের একটি রিসোর্টে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করেন এবিসি পরিবারের সদস্যরা।
সেখানে বার্ষিক সাধারণ সভার অংশে কন্ঠ ভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ২৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন হয়। সভাপতি নির্বাচিত হন চৌধুরী দৌলত মোহাম্মদ জাফরী ও মহাসচিব হিসেবে নির্বাচিত হন দেবাশীষ রঞ্জন সরকার।
এদেশের টেলিভিশন ও রেডিওর উপস্থাপকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) বদ্ধপরিকর বলে জানান সংগঠনটির নেতারা।
তারা আরও জানান, মিডিয়া ভিত্তিক সব সংগঠনের প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চায় টিডি- রেডিওর সব উপস্থাপকদের এই ফোরাম।
সরকারি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন, রেডিও স্টেশনগুলোর সংবাদ উপস্থাপক, টক-শো সঞ্চালক, রেডিও জকি ও অনুষ্ঠান উপস্থাপকদের সংগঠন অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি) যাত্রা শুরু করে ২০২৪ সালের ৭ জুন।
গত সাত মাসে এডহক কমিটির মাধ্যমে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও ওয়ার্কশপসহ নানা আয়োজন করে সংগঠনটি। এবিসি’র ফ্যামিলি ডে, ২০২৫ -এ দিনভর ক্রীড়া প্রতিযোগিতা, র্যাফেল ড্র, পিঠা উৎসব শেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়।
এতে রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ ও পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক)’র সভানেত্রী আফরোজা হেলেনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল, রেডিও এবং গণমাধ্যমের বিভিন্ন পর্যায়ের উপস্থাপক-উপস্থাপিকারা অংশগ্রহণ করেন।