Homeদেশের গণমাধ্যমেঅভিষেকের ঝড়ো ফিফটিতে ইংল্যান্ডকে সহজে হারালো ভারত

অভিষেকের ঝড়ো ফিফটিতে ইংল্যান্ডকে সহজে হারালো ভারত


প্রথম টি-টোয়েন্টিতে দারুণ বোলিংয়ে ইংল্যান্ডকে অল্পতেই বেঁধে ফেলে ভারত। জস বাটলার ছাড়া সফরকারীদের আর কোনও ব্যাটার জ্বলে উঠতে পারেননি। তারপর অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিংয়ে ৪৩ বল বাকি থাকতে সাত উইকেটে জেতে ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ১৩২ রানে অলআউট ইংল্যান্ড। তারপর ১২.৫ ওভারে ৩ উইকেটে ১৩৩ রান করে ভারত।

সাঞ্জু স্যামসন অভিষেককে নিয়ে আগ্রাসী ব্যাটিং শুরু করেন। পঞ্চম ওভারে চার বলের মধ্যে দুই উইকেট হারায় স্বাগতিকরা। জোফরা আর্চারের কাছে ২০ বলে ২৬ রানে ফেরেন স্যামসন। একই ওভারে অধিনায়ক সূর্যকুমার যাদব ডাক মারেন।

৪১ রানে ২ উইকেট হারানোর পর তিলক ভার্মাকে নিয়ে অভিষেক ৮৪ রানের জুটিতে সহজ জয়ের ভিত গড়েন। ২০ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। ৩৪ বলে ৫ চার ও ৮ ছয়ে ৭৯ রান করে উইকেট হারান অভিষেক। তিলক ১৯ ও হার্দিক পান্ডিয়া ৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন।

ইংল্যান্ডের পক্ষে আর্চার দুটি এবং আদিল রশিদ এক উইকেট নেন।

ইংল্যান্ডের ব্যাটারদের নাভিশ্বাস তুলে ছাড়েন ভারতীয় বোলাররা। আর্শদীপ সিং ১৭ রানের মধ্যে দুই উইকেট তুলে নেন। অষ্টম ওভারে জোড়া আঘাত করেন বরুণ চক্রবর্ত্তী। তারপর হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ভোগান। 

জস বাটলার ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে ৬৮ রান করেন। এছাড়া দুই অঙ্কের ঘরে রান ছিল হ্যারি ব্রুক (১৭) ও আর্চারের (১২) ব্যাটে।

বরুণ সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান আর্শদীপ, হার্দিক ও অক্ষর।





Source link

এই বিষয়ের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

এই বিষয়ে সর্বাধিক পঠিত