অবশেষে সাকিব আল হাসানের বোলিং নিয়ে চলমান অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি মিলেছে তার। এখন আর সাকিবের বোলিংয়ে বাধা নেই।
অ্যাকশনের দুটি পরীক্ষায় ৩৭ বছর বয়সী উত্তীর্ণ হতে না পারলেও ইংল্যান্ডে সর্বশেষ টেস্টের পরীক্ষায় উতরে গেছেন। তাতে তার গৌরবময় ক্যারিয়ারের অস্থির পর্বের ইতি ঘটেছে। এই সুখবর সাকিবের জন্য স্বস্তি বয়ে এসেছে। কারণ বোলিং অ্যাকশন বৈধ ছিল না বলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পাননি। নির্বাচকরা তাকে শুধু ব্যাটার হিসেবে দলে নিতে চাননি। যা তার আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভাব্য বিদায়ী টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বঞ্চিত করেছে।
ক্রিকবাজকে নিজের সুখবরের কথা নিশ্চিত করে সাকিব বলেছেন, ‘বোলিং পরীক্ষায় উত্তীর্ণের সংবাদটি সত্যি। আমি আবার বোলিং করতে পারবো।’
২০২৪ সালের সেপ্টেম্বরে সারের হয়ে সমারসেটের বিপক্ষে কাউন্টি ম্যাচ চলাকালে প্রথমবার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয় তার। পরবর্তীতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড একটি স্বাধীন মূল্যায়নের পর তার অ্যাকশনকে অবৈধ ঘোষণা করে এবং নিষিদ্ধ করে। তার পর সাকিব দুটি পৃথক পুনর্মূল্যায়ন পরীক্ষায় অংশ নেন। প্রথমে ইংল্যান্ডে, পরে ভারতে। কিন্তু দুই জায়গাতেই ব্যর্থ হন এবং নিষিদ্ধ হন বোলিংয়ে। তারপরেও অবশ্য সাকিব হাল ছাড়েননি। কঠোর পরিশ্রমের পরই অ্যাকশনে পরিবর্তন এনে সর্বশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।