যুক্তরাষ্ট্র থেকে নথিপত্রহীন অভিবাসীদের বের করে দেওয়ার প্রক্রিয়া আগে থেকেই ছিল। তবে এর আওতায় যেসব অভিবাসী পড়তেন, এখন তাঁদের সংখ্যা আরও বাড়ছে। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নেওয়া আরও কিছু পদক্ষেপে অবৈধ অভিবাসীদের ধরপাকড়সহ দেশটি থেকে তাড়ানোর প্রক্রিয়া বিস্তৃত হচ্ছে। যেসব অভিবাসী টানা দুই বছর বা তার বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাসের প্রমাণ দেখাতে পারবেন না, তাঁরা এর আওতায় পড়বেন।
অবৈধ অভিবাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রে ‘দ্রুত অপসারণ’–বিষয়ক একটি নীতি রয়েছে। দেশটির আন্তর্জাতিক সীমান্তের ১৬০ কিলোমিটার মধ্যে আটক হওয়া নথিপত্রবিহীন অভিবাসীদের ক্ষেত্রে ওই নীতির প্রয়োগ হতো। তবে এখন থেকে যুক্তরাষ্ট্রের যেকোনো স্থান থেকে আটক অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারবেন দেশটির কর্মকর্তারা।